ঢাকা: পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাবির টিএসসিতে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা ও মারধর করেছে ছাত্রলীগ। এতে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী মিছিল পন্ড হয়ে যায়। হামলায় আহত হয় ২২ জন নেতাকর্মী।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) প্রথমে রাজু ভাস্কর্যের সামনে এবং পরে কেন্দ্রীয় মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, আহতদের ৪ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, ৩ জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।