ঢাকা, ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট

সারাদেশ | ভৈরব প্রতিনিধি

(৫ দিন আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৫ অপরাহ্ন

banglahour

ভৈরবের চন্ডিবের গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে খান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এটি প্রায় এক ঘণ্টা চলে। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষ চলাকালীন আলী অটোরিক্সা গ্যারেজ, রমণীর রং মেকওভার বুটিক, ব্লু-বার্ড কিন্ডারগার্টেন স্কুলের গেইটসহ ৮-১০টি প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছে।

খান বাড়ির বখতিয়ার খান জানান, তাঁর ছেলে তুষণ খানকে শুক্রবার ইয়াকুব মার্কেটে একা পেয়ে মোল্লা বাড়ির আনন্দ, অর্নব ও রাহিম মোল্লা মারধোর করে টাকা, মোবাইলসহ ছিনিয়ে নেয়। বিকেলে পুনরায় তারা ঘরের সামনে গালাগালি ও হুমকি দেয়। এরপর মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুট করে।

অপর দিকে, মোল্লা বাড়ির পক্ষের অর্নব ও রাহিম দাবি করেন, বাজারে সামান্য ঘটনা মীমাংসা হয়ে গেছে, পরে তুষণ ও তাঁর বাড়ির লোকজন তাদের বাড়ির সামনে আটক করে মারধোর করেছে।

ভৈরব থানার ওসি খন্দকার মোঃ ফুয়াদ রোহানী জানান, দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কেউ থানায় মামলা দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com