
ভৈরবের চন্ডিবের গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে খান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এটি প্রায় এক ঘণ্টা চলে। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালীন আলী অটোরিক্সা গ্যারেজ, রমণীর রং মেকওভার বুটিক, ব্লু-বার্ড কিন্ডারগার্টেন স্কুলের গেইটসহ ৮-১০টি প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছে।
খান বাড়ির বখতিয়ার খান জানান, তাঁর ছেলে তুষণ খানকে শুক্রবার ইয়াকুব মার্কেটে একা পেয়ে মোল্লা বাড়ির আনন্দ, অর্নব ও রাহিম মোল্লা মারধোর করে টাকা, মোবাইলসহ ছিনিয়ে নেয়। বিকেলে পুনরায় তারা ঘরের সামনে গালাগালি ও হুমকি দেয়। এরপর মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল লুট করে।
অপর দিকে, মোল্লা বাড়ির পক্ষের অর্নব ও রাহিম দাবি করেন, বাজারে সামান্য ঘটনা মীমাংসা হয়ে গেছে, পরে তুষণ ও তাঁর বাড়ির লোকজন তাদের বাড়ির সামনে আটক করে মারধোর করেছে।
ভৈরব থানার ওসি খন্দকার মোঃ ফুয়াদ রোহানী জানান, দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনো কেউ থানায় মামলা দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।