ঢাকা, ১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্যোগপ্রবণ অঞ্চলে টেকসই স্বল্পমূল্যের ঘর নির্মাণের আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(২ দিন আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৯:০৭ পূর্বাহ্ন

banglahour

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দুর্যোগপ্রবণ অঞ্চলের জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের সংস্থা ইউএন-হ্যাবিট্যাটকে বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান

শনিবার নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসব্যাচের সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

আলোচনায় তারা দ্রুত নগরায়ণ এলাকায় সাশ্রয়ী আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন সমাধান এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর টেকসই আবাসনের মতো বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

প্রফেসর ইউনূস বলেন, প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়। এসব মানুষের জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসনের বিকল্প নেই। তিনি উদ্ভাবনী ডিজাইনের প্রস্তাব দেন—যেমন ছাদ এমনভাবে তৈরি করা যাতে তা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যায়।

তিনি নারীবান্ধব আবাসন নকশার ওপরও জোর দিয়ে বলেন, আমাদের ঘর এমনভাবে তৈরি করতে হবে যাতে নারীদের দৈনন্দিন জীবন আরও সহজ হয়।

বৈঠকে রোহিঙ্গাদের জন্যও টেকসই আবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি ইউএন-হ্যাবিট্যাটকে আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

এছাড়া তিনি প্রস্তাব করেন, ইউএন-হ্যাবিট্যাট ওয়ার্ল্ড আরবান ফোরামের মাধ্যমে প্রতিবছর অঞ্চলভিত্তিক জলবায়ু সহনশীল আবাসন নকশা প্রতিযোগিতা আয়োজন করা হোক। নির্বাহী পরিচালক রসব্যাচ এ প্রস্তাবকে স্বাগত জানান।

রসব্যাচ জানান, ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশের প্রতি বিশেষ আগ্রহী, কারণ দেশটি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের অন্যতম। তিনি আগামী অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য জিরো ওয়েস্ট ফোরাম এবং আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিতব্য বিশ্ব নগর ফোরামে বাংলাদেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ আলোচনা হয়। জাতিসংঘ মহাসচিবের জিরো ওয়েস্ট উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে প্রফেসর ইউনূস টেকসই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সরকারের আবাসন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com