ঢাকা, ১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ সফরে মানবাধিকার কর্মীদের আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১ দিন আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১২:২১ পূর্বাহ্ন

banglahour

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও বেশি করে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আপনাদের প্রতিটি সফরে উপেক্ষিত অনেক বিষয় আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর।

সোমবার নিউইয়র্কে এক ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে নেতৃত্ব দেন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট কেরি কেনেডি।

প্রফেসর ইউনূস বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং মানবাধিকার সুরক্ষায় গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি জানান, গত বছরের হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই প্রতিবেদনের ভিত্তিতে একটি জাতিসংঘ মানবাধিকার মিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন কাজ করছে এবং ভুক্তভোগীরা ভয়াবহ অভিজ্ঞতা জানাচ্ছেন।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করা হয়েছে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই চার্টারের খসড়া অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত হবে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হোক—যা বাংলাদেশ কখনো সত্যিকারভাবে পায়নি। এবার আমরা সর্বাধিক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে চাই, বিশেষত নারীদের অংশগ্রহণ।

তিনি সতর্ক করে বলেন, কিছু আন্তর্জাতিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং বিপুল অর্থ বিনিয়োগ করছে। পরবর্তী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ,যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠনগুলোকে অর্থপাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। “এটি জনগণের টাকা। ব্যাংকগুলো যেন চুরি করা অর্থের আশ্রয়স্থল না হয় সে বিষয়ে আপনাদেরও ভূমিকা রাখতে হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা তাসনিম জারা। তিনি বলেন, তরুণরা দেশের কাঠামোগত সংস্কারের জন্য আন্দোলন করেছে, যেন বাংলাদেশ আর কখনো সেই অবস্থায় না ফিরে যায় যা জুলাই অভ্যুত্থানের জন্ম দিয়েছিল।

মানবাধিকার কর্মীরা নিরাপত্তা খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর জন সিফটন বলেন, সংসদ গঠনের পর সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস-এর স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার, সিভিকাস মহাসচিব মন্দীপ তিওয়ানা, ফোর্টিফাই রাইটস-এর সিইও ও প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ, টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাভাবনাজ রশিদ দিয়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া অ্যাডভোকেসি ডিরেক্টর ক্যারোলিন ন্যাশ, ওহাইও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান এবং সিভিকাসের জাতিসংঘ উপদেষ্টা জেসেলিনা রানা।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com