
ইতিহাস ও ঐতিহ্যের জেলা কুমিল্লার ময়নামতির সমেশপুর গ্রামে চলছে কপি চারা বিক্রির ধুম। প্রতিবছর আগাম শীতকালীন ফসল উৎপাদনে শ্রাবণের শেষভাগে বীজ রোপণ করে ভাদ্র মাস থেকে বিক্রি শুরু করেন এখানকার কৃষকরা। এবারে অর্ধশতাধিক পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ দিন-রাত ব্যস্ত সময় পার করছেন চারা উৎপাদন, পরিচর্যা ও বিক্রিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশপাশের গ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসে চারা কিনে নিয়ে যাচ্ছেন। এই বিক্রি চলবে আশ্বিন মাস পর্যন্ত।
১৯৮০-এর দশক থেকে শুরু হওয়া এ চারা উৎপাদন আজ সমেশপুর গ্রামবাসীর প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। প্রায় ৫০ বিঘার বেশি জমিতে উৎপাদিত চারাগুলো বর্তমানে সর্বোচ্চ ৩ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। স্থানীয়ভাবে কুরিয়ার বা পরিবহন ব্যবস্থার মাধ্যমেও দেশের নানা স্থানে পাঠানো হচ্ছে এসব চারা।
কৃষকরা জানান, শ্রমিক সংকট ও উচ্চ মজুরির কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে অনেক সময় চারা নষ্ট হচ্ছে। তবুও লাভজনক হওয়ায় পরিবার ও ভাড়াটে শ্রমিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
চাষীরা মূলত কিরন, মাউন্টেন, ফ্রেশ, সুজুকি, হোয়াইট গোল্ড, হোয়াইট মার্বেল, জোড় ফুল, সিরাজী, ৭৭ ও সিলভার কাপ জাতের বীজ ব্যবহার করছেন।
বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আফরিনা আক্তার জানান, সমেশপুরে তালিকাভুক্ত ৪৬ জন কৃষক পরিবার চারা উৎপাদন করছেন। কৃষি অধিদপ্তর তাদের নিয়মিত কারিগরি সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।