ঢাকা, ১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে সাবেক এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১২ ঘন্টা আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:২৬ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেছে একটি ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলা সদরের একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের মন্ডলভোগ গ্রামের মৃত হাজী নুরুল আমিনের পরিবার।

লিখিত বক্তব্যে নুরুল আমিনের বড় ছেলে সিরাজুল আমিন অভিযোগ করেন, ২০০৮ সালে নূর মোহাম্মদ ও তার ভাগ্নের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের পরিবারের প্রায় ১৩০ একর জমি দখল করে নেয়। পরে আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলেও ওই জমি থেকে অবৈধভাবে বালি ও গাছ বিক্রি, ইটভাটা স্থাপনসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছে তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমে একাধিকবার অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন সিরাজুল আমিন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com