
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেছে একটি ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলা সদরের একটি হলরুমে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের মন্ডলভোগ গ্রামের মৃত হাজী নুরুল আমিনের পরিবার।
লিখিত বক্তব্যে নুরুল আমিনের বড় ছেলে সিরাজুল আমিন অভিযোগ করেন, ২০০৮ সালে নূর মোহাম্মদ ও তার ভাগ্নের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের পরিবারের প্রায় ১৩০ একর জমি দখল করে নেয়। পরে আদালত থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলেও ওই জমি থেকে অবৈধভাবে বালি ও গাছ বিক্রি, ইটভাটা স্থাপনসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছে তারা।
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমে একাধিকবার অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন সিরাজুল আমিন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানায়।