
টাঙ্গাইলের ভূঞাপুরে জামিয়া তাহসিনুল কোরআন মাদরাসার শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন লেখক ও শিক্ষক রনি খাতুন। তিনি শিক্ষার্থীদের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করেন।
শনিবার বিকেলে মাদরাসার মুহতামিমের হাতে এ সহায়তা তুলে দেন রনি খাতুন। রনি খাতুন ভূঞাপুর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজসেবক মো. খাইরুজ্জামান ভূইয়া, তাহসিনুল কোরআন মাদরাসার সভাপতি মো. লিয়াকত হোসেন জোয়াদ্দার, যুগ্ম সম্পাদক মো. ফরহাদুল ইসলাম খান, সাংবাদিক সিরাজুল ইসলাম কিসলু ও রনি খাতুনের স্বামী মো. হারুন অর রশিদ।