ঢাকা, ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইসের বিদায় সাক্ষাৎ

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১৫ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:৫৬ অপরাহ্ন

banglahour

জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইস মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরকালে ড. ইউনূসের অত্যন্ত সফল মিশন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একাধিক বৈঠকে বিশ্বের এক ডজনেরও বেশি রাষ্ট্রনায়কের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিয়েছেন এবং রোহিঙ্গা সংকট বিষয়ে জাতিসংঘের ঐতিহাসিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন—যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নতুন করে উপস্থাপন করেছে।

গুইন লুইস বাংলাদেশের প্রতিনিধি দলের গঠনকে জাতীয় ঐক্যের অনন্য নিদর্শন বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রথমবারের মতো বিভিন্ন প্রধান রাজনৈতিক দলের ছয়জন নেতা একই মঞ্চে জাতিসংঘে বাংলাদেশকে উপস্থাপন করেছেন—এটি সত্যিই এক ঐক্যের প্রতীক।

বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেকসই সহযোগিতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

নিজের কর্মকালের অভিজ্ঞতা স্মরণ করে গুইন লুইস বলেন, গত সাড়ে তিন বছর বাংলাদেশের মানুষের সেবা করা ছিল আমার পেশাগত জীবনের অন্যতম বড় গৌরব ও সৌভাগ্য।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশের জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং উদারতা প্রত্যক্ষ করেছি। সরকার, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে কাজ করা ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক।

ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে লুইস বলেন, “সামাজিক উদ্ভাবন ও ন্যায়ভিত্তিক উন্নয়নে প্রফেসর ইউনূসের আজীবন নিষ্ঠা সারা বিশ্বের কোটি মানুষকে অনুপ্রাণিত করছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি এখন বৈশ্বিক চিন্তার অংশ।

তার মেয়াদকালে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে জাতিসংঘ টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামো (২০২২–২০২৬) এর আওতায় ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

এই কর্মসূচির পাঁচটি মূল অগ্রাধিকার ছিল—অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, মানবকল্যাণে সমতা, পরিবেশগত স্থিতিশীলতা, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা এবং জেন্ডার সমতা।

তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানবাধিকার অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (OHCHR)-এর উদ্বোধন, যা জাতিসংঘের মানবাধিকার উপস্থিতি আরও জোরদার করেছে।

জাতিসংঘ এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি, শ্রমখাত, স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার, এবং জলবায়ু অভিযোজনেও গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছে।

গুইন লুইস বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করে বলেন, আর্লি ওয়ার্নিং ফর অল, ট্রান্সফর্মিং এডুকেশন ও ফুড সিস্টেমস সামিট—এই তিনটি আন্তর্জাতিক উদ্যোগে ২০২৩ সালে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও জাতিসংঘের অংশীদারিত্ব অভিন্ন মূল্যবোধ ও এক টেকসই, জলবায়ু সহনশীল ভবিষ্যতের স্বপ্নের ওপর প্রতিষ্ঠিত। আমরা নিশ্চিত করতে চাই যেন কেউ পিছিয়ে না থাকে—আমাদের সব প্রচেষ্টায় নারী অধিকার ও মানবাধিকার অঙ্গীভূত থাকবে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম , +৮৮০১৭৭৮০০৪৭০০,contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com