দিনাজপুরের হাকিমপুরে সাবরেজিষ্ট্রার অফিসে দীর্ঘ আট বছর ধরে পড়ে থাকা দাবী বিহীন এক হাজার দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) দুপুরে উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়ের সামনে এসব দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
হাকিমপুর উপজেলা সাব রেজিষ্ট্রার নাজমুল হক জানান, দুই বছরের অধিক সময়ে যদি নিবন্ধন অফিসে দাবী বিহীন দলিল পড়ে থাকে সেক্ষেত্রে সেগুলো আইন অনুযায়ি ধ্বংসের নির্দেশনা রয়েছে। অধিদপ্তরের সেই নির্দেশনা অনুযায়ি ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যেসব দলিল দাবী বিহীন অবস্থায় পড়ে ছিল। এমন ১ হাজার দলিল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় সেখানে দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
