পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেনির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।
এছাড়াও অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, নুর নাহার, গভর্নিং বডির সদস্য রাকিব তালুকদার, কিরণ হালদার ও মো. নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছয়জন ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় কলেজের শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক- কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
