ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

আল্লাহর নাম বাদ দিয়ে কোন শিক্ষানীতিমালা পরিপূর্ণ হতে পারে না- জামায়াত

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৩, বুধবার, ৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালা প্রথম যে ৫টি আয়াত নাযিল করেছেন, তাতে প্রথমেই পড়ার কথা বলেছেন। আর পড়া মানেই শিক্ষা। বুঝে পড়ার নামই হচ্ছে শিক্ষা। কুরআনে আল্লাহর নামে শিক্ষার কথা বলা হয়েছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি বলেন, আল্লাহর নাম বাদ দিয়ে কোন শিক্ষা হতে পারে না। সেটা হবে অশিক্ষা বা কুশিক্ষা। ওহির শিক্ষাই একমাত্র শিক্ষা। ওহির শিক্ষার আলোকেই শিক্ষার নীতিমালা তৈরি করা হচ্ছে।

আজ বুধবার (৮ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় শিক্ষা বিভাগ আয়োজিত বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান প্রণীত বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সংক্রান্ত কর্মশালায় তিনি মডারেটরের দায়িত্ব পালন করেন। 

কর্মশালা সঞ্চালনা করেন কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, জাতীয় শিক্ষানীতি রিভিউ কমিটির আহ্বায়ক ড. মো. শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান।


কর্মশালায় দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্টসহ বিশিষ্ট ব্যক্তির্বগ অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফামের্সী অনুষদের সাবেক ডিন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আবদুর রব, উপাধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি প্রফেসর এবিএম ফজলুল করীম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিন, জাতীয় শিক্ষানীতি রিভিউ কমিটির সদস্য জনাব এম এস উল্লাহ, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, প্রিন্সিপাল আশরাফুল হক, ইউএসএ থেকে প্রফেসর ড. রুহুল আমিন, প্রিন্সিপাল নূরুন্নিসা সিদ্দিকা, অধ্যাপিকা ফেরদাউস আরা খানম, তুরস্ক থেকে ড. হাফিজুর রহমান প্রমুখ।  

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com