ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

১০ দফা মেনে নিন, অন্যথায় পালানোর পথ পাবেন না- সরকারকে মির্জা ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৮ মার্চ ২০২৩, বুধবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  এখনও সময় আছে, আমাদের ১০ দফা মেনে নিন, পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।

বুধবার (৮ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই কমিশনের অধীনে নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দ মত সংসদ গঠন করবে। এটা মেনে নিন। অন্যথায় পালানোর পথ খোঁজে পাবেন না। এ কথা বললে বলে- কোথায় পালাবো? অতীতে পালিয়েছেনতো। সব পালিয়েছেন কেউ পাকিস্তানে কেউ হিন্দুস্তানে। পালাননি? এবার কিম্ত সেই পথ খোঁজ পাবেন না। তিনি বলেন, এখনও সময় আছে সংসদে বিল নিয়ে আসুন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করুন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ তম কারাবন্দী দিবস উপলক্ষ্যে এ আলোচনার আয়োজন করে বিএনপি। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চলানায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম  প্রমুখ। এছাড়া অঙ্গদলগুলোর নেতারা বক্তব্য দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com