ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বর্তমান সরকার অবৈধ- গণফোরাম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৩:১০ অপরাহ্ন

banglahour

ঢাকা: গণফোরাম সভাপতি বলেন, আজকে দেশবাসীর কাছে আমাদের আহবান ভবিষ্যৎ প্রজন্মকে কোন নিপিড়নের মধ্যে না রাখতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে একটি সুন্দর গণতান্ত্রিক দেশ গড়তে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল সাথে নিয়ে গণবিরোধী স্বৈরাচার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশকে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় বিকাশিত করতে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে চলবে। কারন এই সরকার অবৈধ, জনগনের ভোটে আসেনি।

শনিবার (১১ মার্চ) দুপুরে আরামবাগে গণফোরাম চত্বরের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন গণফোরাম নেত্ববৃন্দ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী বলেন- এদেশের মানুষ দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন চায় না। জনগণ আজ রাস্তায় নেমে এসেছে, কারণ দ্রব্যমূল্যের এতো ঊর্ধ্বগতি ঘরে বসে থাকলে না খেয়ে মরতে হবে। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নইলে জনগণ দুর্নীতিবাজ সরকারের পতন ঘটাতে বাধ্য হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন জনগণ বাধ্য হয়ে রাজপথকেই বেছে নেয়। আমাদের ইতিহাস বলে জনগণ যখন রাজপথ বেছে নেয় তখন কোন কর্তৃত্বাবাদী সরকার ক্ষমতায় থাকতে পারে না। আওয়ামী লীগ সরকারের পতন ঘন্টা বেজে গেছে। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এই দুর্নীতিবাজ সরকারকে পদত্যাগ করতেই হবে।

এসময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য আবদুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার আহমেদ শাপলা, ছাত্র সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম.এ কাদের মার্শাল, সাধারণ সম্পাদক এরশাদ জাহান সুমনসহ কেন্দ্রীয় ও মাহনগরের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com