ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

পৃথিবীর কোন দেশই বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ মনে করে না

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ৮:১৯ পূর্বাহ্ন

banglahour

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হোক আমরা তা চাই না। দেশের মানুষ একটি জ¦লস্ত আগ্নেয়গিরীর জ্বালামুখে আছে। যে কোন সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 

চাই, খারাপ হলেও যেনো দেশের অবস্থা সব চেয়ে কম খারাপ হয়। দেশের অবস্থা যে খারাপ হবে তা মোটামুটি নিশ্চিত। বাংলাদেশ যে তথ্য দিচ্ছে তা আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বাস করছে না। সরকার বলছে, দেশে ৩১ বিলিয়ন রিজার্ভ আছে। কিন্তু আইএমএফ বলছে, এরমধ্যে ৮ বিলিয়ন ডলার সরকারের হাতে নেই। সরকার শ্রীলংকাকে ঋণ দিয়েছে, সে টাকা কী সরকার ফেরত পাবে? 

পায়রা বন্দর সহ বিভিন্ন খাতে খরচ করা হয়েছে। এগুলো কী সরকারের হাতে আছে? বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের হিসেব-নিকেশ গ্রহণ করে না। মুডিস নামে একটি সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে ভয়াবহ বলে ঘোষণা করেছে। তাদের বক্তব্য বাংলাদেশকে ঋণ দিলে তা ফেরত দিতে পারবে না। আবার বিনিয়োগ করলেও তা হবে ভয়াবহ ঝুকিপূর্ণ। তারা বাংলাদেশকে ঝুকিপূর্ণ দেশ বলে ঘোষণা করেছে।

শনিবার বিকেলে কুমিল্লা শহরের টাউন হল মাঠে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। সম্মেলনের শেষে জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করেন জাতীয় পাটি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। এসময় এয়ার আহম্মেদ সেলিমকে সভাপতি, হুমায়ুন কবির মুন্সিকে সিনিয়র সহসভাপতি এবং ওবায়দুল কবির মোহনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। দ্রুততার সাথে তাদের পূর্নাঙ্গ কমিটি গঠেনের নির্দেশ দেন জাতীয় পার্টি মহাসচিব।  

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলংকা ও পাকিস্তানের মত হতে পারে। প্রবাসীদের আয়ের চেয়ে দেশের ব্যয় রেড়ে গেলে রিজার্ভ একটু করে কমতে থাকে। ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে শ্রীলংকা সুদ ও ঋণ শোধ করতে পারেনি। তাই তারা দেউলিয়া হয়ে গেছে। ঋণ নিয়ে যে সব প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগ করেছে তা ৩ থেকে ৪ গুণ বেশি খরচ ও ৩ থেকে ৪ গুন বেশি সময় নিয়ে বাস্তবায়ন করা হয়েছে। 

তাই, রিজার্ভ থেকে টাকা পাারশোধ করতে হচ্ছে। গেলো বছর ১২ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে। এবার হয়তো ২৩ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। কিন্তু, রিজার্ভ আছে মাত্র ২২ বিলিয়ন ডলার। সরকার এখন আস্তে আস্তে দিতে চাচ্ছে। গোজামিল দিয়ে সকার পরিচালনা করা হচ্ছে। দেশ আসলেই দেউলিয়ার পথে। আবার পাকিস্তান বড় বড় প্রকল্প না করলেও বিভিন্ন ভাবে খরচ করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে। 

শ্রীলংকা ও পাকিস্তানের সাথে বাংলাদেশের অনেক মিল আছে। বাংলাদেশ ব্যাংক হিসেব দিয়েছে দেশের খেলাপী ঋণের পরিমাণ শতকরা ৮ ভাগ। কিন্তু আইএমএফ বলেছে বাংলাদেশের খেলাপী ঋণের পরিমান ২৫ ভাগ। কিন্তু হংকং এর খেলাপী ঋণের পরিমাণ ১ ভাগ, সৌদি আরবে দেড় ভাগ সেই তুলনায় শতকরা ৮ ভাগ অনেক বেশি। প্রকৃত পক্ষে বাংলাদেশের খেলাপী ঋণের পরিমাণ শতকরা ২৫ ভাগ। শ্রীলংকা ও পাকিস্তানের পর বাংলাদেশ যে দেউলিয়া হবে না তার নিশ্চয়তা নেই।

প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে আছে। সংবিধানের সুযোগ নিয়ে সরকার প্রশাসন সহ সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। সংবিধান সংশোধন করে সব কিছু নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন নিয়ন্ত্রণ করছে সরকার। সব কিছু কুক্ষিগত করছে সরকার। তাই সামনের নির্বাচন কেমন হবে তা অনুমান করা যায়। আমরা আবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। সরকার চাইলে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য ফর্মুলা দেবো। কিন্তু সরকার গায়ের জোরে সব কিছু করতে চাচ্ছে।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সরকার দেশের মানুষের কথা শোনে না, দেশের মানুষের কথা ভাবে না। আমরা বারবার বলেছি সাপ্তাহিকভাবে রেশন কার্ড দিয়ে মানুষকে বাঁচাতে হবে। সরকার বলছে, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বেড়েই চলছে। তিনি বলেন, ডলারের দাম বাড়লো কেন? আমরা জানি সরকারের সিন্দুকে টাকা নেই। তাই, সরকার নতুন ভাবে টাকা ছাপতে শুরু করছে। কাগজের নোট বানালে ডলারের দাম আরো বেড়ে যাবে। এতে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে। 


কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন - জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নী, ভাইস-চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খান, শফি উল্লাহ শফি, যুগ্ম মহাসচিব মোঃ আমির হোসেন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, হুমায়ূন খান, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ ইফতেখার আহসান হাসান, মাখন সরকার, দফতর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এস এম সোবহান, যুগ্ম কোষাধ্যক্ষ এডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম দুলাল, প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, জিয়াউর রহমান বিপুল, শামীম আহমেদ রিজভী,সোলায়মান সামি, জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, মটর শ্রমিক পার্টির সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন-আলমগীর কবির মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন,হুমায়ূন কবির মুন্সি, প্রেফেসর গোলাম মোস্তফা, ড.ইরফান বিন তোরাব আলী,জাহাঙ্গীর আলম,জসিম উদ্দিন মাস্টার,জোনাকি মুন্সি,জামাল হোসেন, নজরুল ইসলাম বাবর,সোহেল,জোসনা আক্তার,কুমিল্লা মহানগর সদস্য সচিব নাজমুল হক চুটকু , যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম,দক্ষিণ জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com