
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ৬৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও কুখ্যাত মাদক ব্যবসায়ীর মূলহোতা মোঃ জসিম উদ্দিনসহ ০৩ জন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃতরা হল: মোঃ জসিম উদ্দিন (৩৪), ২। মোঃ বিল্লাল (৩৭) ও ৩। মোঃ মনজিল হোসেন (৩২)।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। উক্ত মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকের চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।