ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় ১১ জন গ্রেফতার ৭ কোটি টাকা উদ্ধার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:২৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় ডিবি কর্তৃক সর্বমোট ১১ জন গ্রেফতার ও ০৭ কোটি ০১ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় ০৩ জনকে গ্রেফতার করেছে। ১৪ মার্চ রাজধানী বনানীর করাইল বস্তি ও নেত্রকোনা জেলার দূর্গাপুর থানা এলাকা হতে ০৩ জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম-১। মোঃ হৃদয় (২১), ২। মোঃ মিলন মিয়া (২৯) ও ৩। আকাশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫৮ লক্ষ ০৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় গোয়েন্দা মিরপুর বিভাগ কর্তৃক এ পর্যন্ত সর্বমোট ৭ কোটি ০১ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার এবং ১১ জন গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য গত ইং-০৯/০৩/২০২৩ তারিখ ডিএমপি ঢাকা’র তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকা হতে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা পৌঁছে দেওয়ার সময় মানিপ্ল্যান্ট লিংক লিমিটেড এর একটি গাড়ী ডাকাতির কবলে পড়ে। এই ঘটনায় গোয়েন্দা মিরপুর বিভাগ গত ১২/০৩/২০২৩ খ্রিঃ তারিখ প্রায় ২ কোটি ৫৪ লক্ষ টাকা উদ্ধার পূর্বক ০৮ (আট) জন গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে। 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ঘটনার বাস্তবায়নে বিভিন্ন স্তরে বিভিন্ন গ্রুপে ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল। কেউ ছিল পরিকল্পনাকারী, কেউ মোবাইল ও সিম সংগ্রহকারী, কেউ শুধুমাত্র ঘটনার সময় ভাড়াটে হিসেবে কাজ করে। 

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতির ঘটনায় অংশগ্রহণকারীদের দেশের বিভিন্ন জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, গোপালগঞ্জ ও বরিশাল হতে সংগ্রহ করা হয়। ডাকাতির পর তারা টাকা ভাগ-বাটোয়ারা করে যার যার মত বিভিন্ন এলাকায় পালিয়ে যায় এবং বেশ কিছু টাকা বিভিন্ন খাতে খরচ করে। যার ফলে ঘটনায় জড়িতদের সনাক্ত, গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধার করতে কিছুটা বিলম্ব হয়। লুন্ঠনকৃত টাকার একটি বড় অংশ ডাকাতির ঘটনার মূলহোতা আকাশ ও সোহেল রানা নিয়ে পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডিএমপি’র গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মানস কুমার পোদ্দার পিপিএম বার এর সার্বিক নির্দেশনায় এবং এডিসি প্রশাসন মোহাম্মদ নূরুল আমীন পিপিএম সেবা এর তত্বাবধানে মিরপুর জোনাল টিমের টিম লিডার জনাব মোঃ সাইফুল ইসলামে নেতৃত্বে ফোর্সসহ অভিযানটি পরিচালনা করা হয়।
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com