
চট্রগ্রাম: নিজের সন্তানকে দিয়ে ভিক্ষা করিয়ে ভিক্ষার টাকায় জুয়া খেলার ঘটনায় হোসনে আরা বেগম (৩৮) নামে এক পাষণ্ড মা’কে গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম মেট্রো।
গত ১২ মার্চ রাত ১০ টার সময় সিএমপি, চট্টগ্রাম আওতাধীন পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশাহ মাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহিলা আসামী হোসনে আরা বেগম নিজের শিশু সন্তানের পায়ে পলিথিন মুড়িয়ে আগুন ধরিয়ে দিতেন । সেই পোড়ার ক্ষত দেখিয়ে মেয়েকে দিয়ে মানুষের নিকট হতে ভিক্ষা করিয়ে টাকা সংগ্রহ করে সেই টাকায় জুয়ার আখড়ায় লুডু খেলতেন হোসনে আরা বেগম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মহিলা আসামী হোসনে আরা বেগম নিজের গর্ভজাত একমাত্র মেয়েকে দিয়ে ভিক্ষা করান। ভিক্ষা করাতে গিয়ে মানুষের সহানুভূতি আদায়ের জন্য সে তার সন্তানের শরীরে বিভিন্ন আঘাতের সৃষ্টি করে। সন্তানকে দিয়ে ভিক্ষা করানোর মাধ্যমে প্রাপ্ত টাকা দিয়ে তিনি জুয়া তথা ছক্কা খেলেন। এছাড়াও তার মেয়ে ভিকটিম রাশেদা আকতারকে গৃহকর্মীর কাজ দিয়ে পরবর্তীতে গৃহের মালিকদের অহেতুক হয়রানী করে টাকা আদায়ের জন্য সে মিথ্যা মামলার দায়ের করে। গত ১৩ মার্চ ২০২৩ আসামী হোসনে আরা বেগমকে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে।