ফাইল ফটো।
নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের একটি আভিজানিক দল সুনির্দিষ্ট দূর্নীতির অভিযোগে জেলা শ্রম দপ্তরের প্রধান সহকারী কর্মকর্তা হারুন অর-রশিদের বিরুদ্ধে শ্রমিকদের জন্য সরকারি বরাদ্দকৃত অনুদান জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে একাটি অভিযান পরিচালনা করে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের ৩ সদস্যের একটি দল মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুরে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভাগীয় শ্রম দপ্তর, নারায়ণগঞ্জ জেলার পরিচালক হারুন-অর-রশিদকে আনিত অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিযোগ বিপরীতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই-বাছাইয়ের জন্য সংগ্রহ করা হয়।
এসব রেকর্ডপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে একই দিনে দূর্নিতির অভিযোগে বরিশালে জেলার বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে বারিশাল জেলা দূর্নীতি দমন কমিশনের একটি দল।
জেলেদের মাঝে সরকারী বরাদ্দকৃত ছাগল বিতরণ প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বরিশাল থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযানটি পরিচালনা করে।
অভিযানে দুদক টিম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করে উক্ত প্রকল্প সংস্লিষ্ঠ বরাদ্দ ও ব্যয়ের নথিপত্র পর্যালোচনা করে। এ সময়ে দেখা যায় যে, ২০২২- ২৩ অর্থবছরে দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাবুগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অনুকূলে ৪,০৪,৯০০(চার লক্ষ চার হাজার নয়শত) টাকা বরাদ্দ করা হয়।
প্রকল্পের আওতায় প্রতিটি ৭,০০০/- টাকা দরে ৪০টি ছাগল, প্রতিটি ৪,০০০ টাকা দরে ২০ টি খোয়ার, প্রতি কেজি ৬০ টাকা দরে ৬৮০ কেজি খাদ্য, প্রতিটি ১০০ টাকা হারে ৪০ টি ঔষধ-ভ্যাকসিন (পিপিআর, পক্স) ইত্যাদি সরবরাহের জন্য ক্রয় কমিটি আর.এফ.কিউ পদ্ধতিতে কোটেশনের মাধ্যমে তিনজন দরদাতার মধ্যে সর্বনিম্ন দরদাতকে নির্বাচিত করে।
পরবর্তী ২৩শে জানুয়ারী ২০২৩ তারিখ ৪ টি ইউনিয়নের ২০ জন জেলেদের মাঝে উপকরণসমূহ বিতরণ করা হয়। দুদক এনফোর্সমেন্ট টিম তালিকা অনুযায়ী কয়েকজন উপকারভোগীর বাড়ি পরিদর্শন করে। এসময় দেখা যায়, প্রতিটি ছাগলের বর্তমান ওজন প্রায় ৯-১০ কেজি এবং প্রতিটি বাড়িতে ছাগলের বসবাসের জন্য খোয়ার রয়েছে।
এনফোর্সমেন্ট টিম পরিদর্শন ও নথিপত্র পর্যালোচনা করে বর্ণিত অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায়নি।