ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:২৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকার শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  

বিগত ১৫ মে ২০১২ তারিখ ডিএমপি ঢাকা, শ্যামপুর থানা কর্তৃক রুজুকৃত মামলা নং-১৭ এ আসামী মোঃ সেলিম তালুকদার (৪৮) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯(১) এর ৩(খ) এ মামলা রুজু হয়। আসামী মোঃ সেলিম তালুকদার (৪৮) উক্ত মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলো। 

বিজ্ঞ আদালত উক্ত মাদক মামলায় অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ সেলিম তালুকদার (৪৮) এর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩, ঢাকা গত ২২ ডিসেম্বর ২০২২ইং তারিখে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত অনাদয়ে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল সোমবার ২৭ মার্চ ২০২৩ ইং তারিখে ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সেলিম তালুকদার (৪৮)কে শরীয়তপুর’কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সেলিম তালুকদার (৪৮)’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক মামলার ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com