
ঢাকা: ৬ এপ্রিল ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিভিন্ন নামী দামী ব্রান্ডের শ্যাম্পু পণ্য বিএসটিআই’র সিএম সনদ ও ছাড়পত্র ব্যতিত তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে জিদান এন্টারপ্রাইজ, ১১৭/১৫-১ ইসলামবাগ, লালবাগ, ঢাকা-কে ৮০,০০০.০০ টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ২০,০০০.০০ টাকা জরিমানা করেন।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা মো: আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট) দায়িত্ব পালন করেন।
বিএসটিআই’র অভিযানে ১,০০,০০০/- টাকা জরিমানাসহঅবৈধ মালামাল ধ্বংস ও কারখানা সীলগালা।