ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সরকারের পতন ঘটাতে না পারলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে না

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে না পারলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করা যাবে না। 

সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় ইনসাফ কায়েম কমিটির দারিদ্র ও ইনসাফ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান। 

জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহবায়ক ফরহাদ মজহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, জানিপপ চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, সদস্য সচিন শওকত মাহমুদ, দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান শিব্বির মাহমুদ, সাংবাদিক আব্দুল আউয়াল ঠাকুর, ড.ফরহাত হোসেন খন্দকার, মাওলানা আশরাফুল হক বক্তব্য দেন। 

ড. রেজা কিবরিয়া তার বক্তব্যে বলেন, এ সরকারের অধীনে নির্বাচনের যে স্বপ্ন তারা বুনছেন তা বাস্তবায়ন হবে না। ইসলামী আন্দোলনের মাওলানা মোসাদ্দেক বিল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করতে জাতীয় সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। 

পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।  এ অনুষ্ঠানে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে ইনসাফ কায়েম কমিটির ১৫ হাজার সদস্য উপস্থিত ছিলেন।  বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর আরোগ্য কামনায় দোয়া করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com