
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার তালিকায় শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান। তবে টেস্ট ম্যাচে সে তালিকায় সাকিব রয়েছেন তৃতীয় স্থানে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব রয়েছেন প্রথম পজিশনে। ২৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইন্ডিয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
সে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানি খেলোয়াড় মোহাম্মদ নবী। যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সাদাফ খান ও ওয়ানিন্ডু হাসারাঙ্গা।
ওয়ানডে ক্রিকেটেও ৩৯২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন সাকিব। ৩১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক আফগানি খেলোয়াড় রশিদ খান। ২৪০ পয়েন্টে ঝুলিতে রয়েছে এই ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত ক্রিকেট অলরাউন্ডার তালিকায় এরপর আছেন মিটসেল সান্টায়ানার। ২৫৮ পয়েন্ট নিয়ে এ খেলোয়াড় রয়েছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে তালিকায় রয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তাঁর ঝুলিতে পয়েন্ট রয়েছে ২৫৩।
টেস্ট ম্যাচে শীর্ষ দশের পয়েন্ট তালিকায় প্রথম পাঁচজন হলেন: রবীন্দ্র জাবেদা-৪৩১, রবীন্দ্র চন্দন অশিন-৩৫৯, সাকিব আল হাসান ৩৩৯ পয়েন্ট নিয়ে রয়েছেন এ তালিকার তৃতীয় স্থানে, আকশার পেটেল-৩১৬ এবং ইংল্যান্ডের বেন স্ট্রোক -৩০৭।
এর আগে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বিতীয় বারের মতো মার্চ-২০২৩ আইসিসির মাস সেরা ক্রিকেটার (পুরুষ) নির্বাচিত হন। ২০২১ সালে জুলাই মাসে এ সম্মান প্রথম বারের মত জিতেছিলেন সাকিন আল হাসান।
উল্লেখ্য, আজ (২৬ এপ্রিল ২০২৩) প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি এ তালিকা ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।