
ঢাকা: রাজারবাগের একটি বাসা থেকে উর্মি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯এপ্রিল) রাজারবাগের বাগপাড়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবির দেবনাথ বলেন, আমরা তার (উর্মি) আত্মীয়ের কাছে জানতে পেরেছি আগামীকাল তার এসএসএসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। প্রেমিকের সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। তবুও মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
উর্মির চাচা সোহেল বলেন, এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, তার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (২৭ এপ্রিল) রাতে ওই ছেলের সঙ্গে উর্মির ঝগড়া হয়েছে। এরপর থেকে না খেয়ে ছিল। সকালে উর্মির মা রতনা বেগম বারবার খেতে বললেও সে কিছুই খাইনি। পড়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।