ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

নির্বাচন করতে দেবেন না, এ দুঃসাহস দেখিয়ে লাভ নেই- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৯ এপ্রিল ২০২৩, শনিবার, ৯:১৭ অপরাহ্ন

banglahour

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 
নির্বাচন করতে দেবেন না, এ দুঃসাহস দেখিয়ে লাভ নেই।
সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন হবে। 
তিনি আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগ ও এর অন্তগত সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়,  সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম  অনুষ্ঠানে এ কথা বলেন। 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  বিএনপি দেশে দেশে নালিশ করে, আমাদের করার দরকার নেই।

বিশ্ব ব্যাংক সরে গিয়ে যে ভুল করেছে আজকে তারা তা শুধরাতে চায়। বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে আমাদের বাজেট সহায়তা হিসেবে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কথাবার্তা হচ্ছে। 
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, ওয়াশিংটন গেছেন
নিজের জন্য নয়, দেশের জন্য। মানুষের কষ্ট লাঘবে, বিশ্ব সংকটে ঘুরে দাড়াতে সাহায্য নেয়া হচ্ছে। 
বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য নিচ্ছি না, অর্থনৈতিক সামর্থ্যের উপর ভিত্তি করে নিচ্ছি। সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি।

ওবায়দুল কাদের বলেন, পাবলিক বিএনপির আন্দোলনে আসে নি। তাদের ভবিষ্যত অন্ধকার। 
বিএনপির যে রাজনীতি, বিএনপি এদেশে সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদ ও অপরাজনীতির পৃষ্ঠপোষক।  তাদের সাথে আ লীগের রাজনীতির তুলনা চলে না। আমরা আমাদের আদর্শে অবিচল, নীতিতে অবিচল ও বাংলাদেশ জন্মের চেতনায় অবিচল। এখান থেকে কোন শক্তি আমাদের সরাতে পারবে না।
ওবায়দুল কাদের বলেন, তারা এখন ভয় দেখাবে, আগুন নিয়ে আসবে। সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের রাজনীতিতে বিদেশিদের প্রতিক্রিয়া প্রভাব ফেলে। 
শেখ হাসিনার সাফল্য অনেকের কাছে ঈর্ষনীয়। 
এ দেশের রাজনীতির ইতিহাস হচ্ছে 
যারা আন্দোলনে জেতে তারাই নির্বাচনে জেতে। 
বিএনপির গণআন্দোলন মানুষ দেখতে পায়নি। জনগনের সম্পৃক্ততা ছিল না তাদের আন্দোলনে। একটা কর্মসূচিও হালে পানি পায়নি। বাস্তবে ব্যর্থ গনআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি। তারা জানে, সরকারের উন্নয়ন সমাদৃত বিশ্বে। বিভিন্ন জায়গায় নালিশ করলেও কোথা থেকে আশাব্যঞ্জক সাড়া পায়নি তারা। 
নির্বাচন করতে সংবিধান আছে, সেটিই পথরেখা। 
অন্য দেশের সুপারিশ বা পরামর্শে কেন নির্বাচন করবো? আমরাতো তাদের নির্বাচনে হস্তক্ষেপ করি না। তাহলে কেন তারা করবে? 
ইসি স্বাধীন। 
ওবায়দুল কাদের বলেন,  তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু, আদালত হিমাগারে পাঠিয়েছে। চালু করা সমীচীন নয়। 
তত্ত্বাবধায়ক সরকার যারা নিয়ে আসেন কথায় কথায়, সরকারের পদত্যাগ দাবি করেন, তারা আজকে দেশে অস্তিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। 
কোন গনতন্ত্র তারা চায়, জিয়াউর রহমানের? হ্যা, না ভোটের গণতন্ত্র?

প্রহসনমূলক নির্বাচন আমরা বিশ্বাস করি না। দেশ ধংস আপনারা করেছেন। শেখ হাসিনা মেরামত করেছেন।  
ফখরুলের মুখ থেকে মিথ্যা ছাড়া সত্য বের হয় না।
পরে সজীব ওয়াজেদ জয়ের প্রাথমিক সদস্যপদ নবায়নের মধ্যদিয়ে বৃহত্তর রংপুর বিভাগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান,  যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ,  সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী,  রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী,  সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com