
ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন।
এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালত এ বিষয়ে শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেন। এ পর্যন্ত তিনি জামিনে থাকবেন।