ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

গায়েবী মামলা শুরু হয়ে গেছে- সালাম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫০ অপরাহ্ন

banglahour


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, ঢাকা শহরে কোথায়ও কোনো কর্মসূচি নেই, তারপরও গায়েবী মামলা শুরু হয়ে গেছে। এখন আমাদের রাজপথে নামা ছাড়া বিকল্প কোন পথ নেই।

তিনি বলেন, আসন্ন নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠ খালি করতে চায়, যার ধারাবাহিকতায় বিভিন্ন এলাকার জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে রাতের আঁধারে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু তাদের (আ.লীগ) স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আগামী ১৩ মে ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সালাম বলেন, এমনিতেই মানুষ আজ বন্দী জীবন-যাপন করছে। নির্বাচনে আগে আওয়ামী লীগ সরকার বিরোধীদলের নেতাকর্মীদের কারাগারে বন্দী রেখে আগের ন্যায় দিনের ভোট রাতে করার ষড়যন্ত্র করছে। এরজন্য কর্মীদের সজাগ থাকতে হবে, সরকারের এসব অপকর্ম প্রতিহত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু'র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, তানভীর আহমেদ রবিন, হাজী মনির হোসেন চেয়ারম্যান, লিটন মাহমুদসহ মহানগর দক্ষিণ থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com