ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সহজ উপায়ে বাড়ান ফেসবুকের রিচ

অন্যান্য | মু: শাহপরান সাইম

(১১ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১২:৫২ অপরাহ্ন

banglahour

বুস্ট করে বা কার্ড দিয়ে পেইড ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ফেইসবুক রিচ বাড়ানো যায়। আবার এগুলি ছাড়া পেজের সাধারন কনটেন্ট কতো মানুষ দেখছেন তাকে বলা হচ্ছে অর্গানিক রিচ বা ভিউ।

পেইড প্রমোশনের মাধ্যমে আপনি তাৎক্ষণিক সুবিধা পেতে পারেন।  তবে এটি আপনার অর্গানিক রিচেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে আপনিও আপনার পেইজের অর্গানিক রিচ বাড়াতে পারেন।

জেনে নেওয়া যাক- কোন কোন পদ্ধতিতে রিচ বাড়ানো যায়:

নিয়মিত পোস্ট দিন: ফেইসবুক পেজে একটিভ থাকুন। নিয়মিত আপনার পেইজে পোস্ট করুন। যদি আপনি পোস্টই না করেন তাহলে মানুষের নিকট কি রিচ বা ভিউ করবেন।

পোস্টগুলি আপডেট রাখা: প্রতিনিয়ত যদি আপনি একই খাবার খেতে থাকেন এতে একগুয়েমি কাজ করতে পারে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকুন। যাতে আপনার ভিউয়াররা আপনার কনটেন্ট পেতে আগ্রহী থাকেন।

সময়ের দিকে খেয়াল রাখা: পেজে করার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তাই কোন পোস্ট কখন করলে বেশি দর্শক পোস্টটি দেখছে সেদিকে খেয়াল রাখুন।  কথায়ইত আছে, সময়ের একফোর অসময়ের দশফোর।

ভিডিও প্রদর্শন করুন: পেইজের ভাল ভিউ পাওয়ার জন্য,  আপনি ছোট ছোট ভিডিও পোস্ট করতে পারেন।  কারন গতানুগতিক পোস্টের থেকে ভিডিওগ্রাফির রিচ অনেক বেশি হয়। সাথে সাথে মাঝে মাঝে লাইভে আসুন এতে সরাসরি অডিয়েন্সদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে।

টার্গেট অডিয়েন্সের ধারণা : টার্গেট অডিয়েন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাতে হবে। এতে করে বুঝতে পারবেন আপনার দর্শকশ্রোতা কোন ধরনের ছবি বা লিখা বেশি চাচ্ছে। ফেইসবুক ইনসাইট টুলস অডিয়েন্সের বয়স ও চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারনা দিবে।

ফলোয়ারদের মতামত নিন: আপনার যারা দর্শকশ্রোতা তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করুন।  তাদের মতামতের গুরুত্ব দিন। তারা কোন বিষয়ে আপনার পারদর্শিতাকে দেখতে পছন্দ করছে তারা মতামত দিবেন।  

সাধারন এই কয়েকটি নিয়ম ফলো করলেই আপনার ফেইসবুক পেজের অর্গানিক ভিউ বাড়বে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com