
ঢাকা: ঢাকা-১৭ আসনে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোস্যাল মিডিয়া খ্যাত আশরাফুল আলম ওরফে হিরো আলম। কেন এ সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পর্কে তিনি বলেন, সেটা এখনই বলতে চাই না।
সোমবার গণ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
উল্লেখ্য,অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি তার প্রয়াণে আসনটি শূন্য হয়ে যায়। এরপর অভিনেতা সিদ্দিকুর রহমান আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস ও ক্রিকেটার সাকিব আল হাসানের নামসহ কয়েকজন রাজনৈতিক নেতাও আছেন প্রার্থীতার দৌড়ে আছে।