
ঢাকা: পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য গৃহীত ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার দ্বিতীয় চেক হস্তান্তর করা হয়। সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এ চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে অর্থ বিভাগ ও ডিএমটিসিএল এর মধ্যে স্বাক্ষরিত সিএলএ-৬৯ অনুযায়ী এমআরটি লাইন-৬ নির্মাণের জন্য গৃহীত ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৫৫,২৯,৭৬,০৬০/- টাকার চেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সড়ক পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী তুলে দেন।