ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচার ‘নাগরিক টিভি’র বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ১৯ জুন ২০২৩, সোমবার, ২:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৯ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের দায়ে ‘নাগরিক টিভি’ নাম দিয়ে কানাডা থেকে ইউটিউব ও ফেসবুক একাউন্ট পরিচালনাকারী নাজমুস সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

রোববার চট্টগ্রাম শহরের চকবাজার থানায় রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক মো: আরিফুল ইসলামের দায়ের করা মামলার এজাহারে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয় প্রতিপন্ন করা এবং মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে তার পরিবারের সদস্যদের জড়িয়ে অসত্য তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে উল্লিখিত ইউটিউব ও ফেসবুক একাউন্ট থেকে অপপ্রচারের বিরুদ্ধে এ মামলা রুজু হয়েছে। 

অভিযোগে বলা হয়, ‘নাগরিক টিভি নামের ঐ ইউটিউব ও ফেসবুক একাউন্টে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদের নাম উল্লেখ করে বিনা অনুমতিতে তার ছবি সম্বলিত ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।’ 

মামলার এজাহারে বলা হয়, ‘অভিযুক্ত নাগরিক টিভি ডটকম প্রকৃত অর্থে কোনো টিভি চ্যানেল নয়, একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের উল্লিখিত কর্মকাÐের কারণে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রকৃত নাগরিক টিভি কর্তৃপক্ষ আসামি পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সম্পর্ক নেই বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রচার করেছে।’ 

‘ভিডিওটি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ ও প্রচার করা হয়েছে জেনেও এটি লাইক, শেয়ার এবং এতে কমেন্ট করে আসামীর একই হীন উদ্দেশ্য সাধনের কারণে এইচ এম কামাল, আজাদ শাহাদত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম, মো. হাজী হারুন রশিদসহ আরো অজ্ঞাতনামা অপরাধীদেরকেও আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করার প্রার্থনা’র কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে চকবাজার থানার ওসি বলেন, ‘আমরা মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির অ্যাডমিন নাজমুস সাকিবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ পাওয়া গেছে। 

তার বিরুদ্ধে আরও মামলা এবং লন্ডনে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টাকারী একটি মহলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের অভিযোগ আছে। তার স্থায়ী ঠিকানা ঢাকার বাসাবোতে ও গ্রামের বাড়ি রংপুর। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।’

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com