ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

যে দিবস টি কেবল ই সংগীতের

প্রবাস | মাসুদ আহমেদ

(১০ মাস আগে) ২৩ জুন ২০২৩, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

banglahour

বিকেল থেকে শেষ রাত অবধি প্যারিসের প্রতিটি কোণে কোণে লাইভ মিউজিকে মুখরিত থাকে পুরো শহর।

প্যারিসে বসবাসরত বাংলাদেশীদের জন্য এই Fête de la Musique এ বাংলা গানের প্রথম উৎসব আয়োজন করে Association Culturelle Franco - Bangladeshi (ACFB)। 
২০০৬ সালে। এবং যে আয়োজন টি সংগঠনের সভাপতি জনাব ইবনে সোহেল ২০১৪ সাল পর্যন্ত অব্যাহত রাখেন।

অত:পর সংগঠনের কার্যক্রম প্রায় দীর্ঘ নয় বছর স্থগিত থাকার পর প্যারিসের সুপরিচিত নৃত্যশিল্পী খান নভেয়া উক্ত সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করে Soirêe du Bangladesh শিরোনামে সংগঠনটির পুরোনো ঐতিহ্য Fête de la Musique 2023 আয়োজন করেন!

গার্দে নর্দের Rue d'Alsace সড়কে সকলের জন্য উন্মুক্ত এই কনসার্ট প্রত্যেকেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপভোগ করেন।

প্যারিসের সাংস্কৃতিক অঙ্গণের ভীষন পরিচিত দুটো ব্যান্ড "ম্যাক্সেল" এবং "মিরর" ছাড়াও কনসার্টে পারফর্ম করে ফ্রেঞ্চ ব্যান্ড "অন দা রক"। 
এছাড়াও অতিথি শিল্পী হিসেবে গান করেন রাজীব জিয়াউর রহমান। কমসার্টের মিডিয়া পার্টনার ছিলো চ্যানেল আই এবং সময় টেলিভিশন। পৃষ্ঠপোষকতায় শাহ গ্রুপ, ফায়া এবং তান্দুরি শুকরিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন মনির ভূইয়া এবং আমাদের রান্নাঘর।

এই বিষয়ে কনসার্টের মূল আয়োজক Association Culturelle Franco - Bangladeshi (ACFB) এর সেক্রেটারি জেনারেল খান নভেয়ার বক্তব্য জানতে চাইলে তিনি জানান,
- আমার প্রথম এবং সফল এই আয়োজনে আমাকে সহযোগিতা করা প্রত্যেকের প্রতিই আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবং আগামী ৬ই অগাস্ট "শ্রাবণ উৎসব" শিরোনামে আমার দ্বিতীয় ইভেন্টের জন্য আনুষঙ্গিক সকল অনুমতি নেয়াও ইতিমধ্যে  সম্পন্ন করেছি। "

শৈশব থেকেই প্যারিসে বেড়ে ওঠা খান নভেয়াকে শুভ কামনা তার এই নতুন পথচলায়। প্রজন্ম থেকে প্রজন্মে, এভাবেই মুখরিত থাকুক প্যারিসের সাংস্কৃতিক অঙ্গন। বেঁচে থাকুক অজস্র স্বপ্নকথা!

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com