
বিশ্ব জুড়ে জনপ্রিয় ও সমাদ্রিত এই দুই' তারকা। ভারতের দক্ষিণী সিনেমার বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিন তাঁরা প্রেম করছেন বলেও রয়েছে গুঞ্জন সিনে মহলে।
এবার ছাড়িয়ে বাগদানের কথাও পরিপক্ব করেছে বলে জানান ভারতীয় সংবাদ মাধ্যম। আর এই গুঞ্জন আরও পূর্ণতা পায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর।
ভিডিওর বরাতে সংবাদ মাধ্যম গুলি জানায়, গোপনে গোপনে এই তারকাদের দুই পরিবার বিয়ের কথাও পাকা করে ফেলেছেন হায়দরাবাদের এক রেস্তোরাঁয়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিজয় ও রাশ্মিকার পরিবার একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। জল্পনা, দু' পরিবারের এই সৌজন্যে সাক্ষাৎ আসলে বিয়ের পাকা কথাই।
এর আগে, আরও একটি ছবি ভাইরাল হয় সোসাল মিডিয়ায়। যেখানে দেখা যায় দুবাইয়ে রাস্তায় একসাথে ঘুরে বেড়াচ্ছেন দুই তারকা। শুধু কি ঘুরে বেড়ানো? রাশ্মিকা বিজয়ের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ ও ভোজনের ঘটনাও হরহামেশাই ঘটে।
এই নিয়ে দুই তারকা বিজয় ও রাশ্মিকা মোটেই মুখ খুলতে নারাজ। তবে বিয়ের পাকা কথাই হচ্ছে বলে অভিমত বিভিন্ন মাধ্যমে।