ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ঢাকা মহানগরের কারাবন্দী নেতাদের বাসভবনে বিএনপি নেতা সালাম

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ৫ জুলাই ২০২৩, বুধবার, ৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদের বাসভবনে গিয়ে পরিবার পরিজনের খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

মঙ্গলবার তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কারাবন্দী ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আরশাদ সাহেদ, সদ্য কারামুক্ত ৩৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, কারাবন্দী বংশাল থানা বিএনপি নেতা ইয়াকুব সরকার, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন ও ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নাজিমুদ্দিন আহমেদের পরিবারবর্গ ও নিকটাত্মীয় স্বজনদের সাথে বাসায় বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

তিনি কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন।

এসময় সালাম তার বক্তব্যে বলেন, সরকারের আয়ুকাল শেষ হয়ে আসছে। তাই তারা গায়েবি মামলা, দেড়যুগ আগের মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এরা হাইকোর্টের নির্দেশও মানছে না। রাতের আঁধারে আটক করে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মৃত্যুর আগে মানুষ একটি ঝাকুনি দেয়। আওয়ামী লীগও বুঝতে পারছে, তাদের রাজনৈতিক মৃত্যু সন্নিকটে। তাই জুলুম অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। কিন্তু লাভ নেই। জনতার উত্তাল আন্দোলনে এবার তাদের বিদায় নিতেই হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য আরিফুর রহমান নাদিম, আব্দুল লতিফ উল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজু, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মামুন, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজ, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোলেক্স পারভেজ, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিনসহ বংশাল ও কোতোয়ালি থানার বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা বিএনপির বিপুলসংখ্যক এসময় উপস্থিত ছিলেন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com