ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

তত্ত্বাবধায়ক মরে গেছে- ওবায়দুল কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৬:৫৭ অপরাহ্ন

banglahour

বিএনপি যতই মারামারি, পাল্টাপাল্টি, হুমকি দিক না কেন সংবিধান থেকে এক চুলও নড়বে না আওয়ামী লীগ সরকার। ত্ত্বাবধায়ক মরে গেছে। তত্ত্বাবধায়ক আমরা বাতিল করিনি। বাতিল করেছে উচ্চ আদালত। 

মঙ্গলবার (১৮ জুলঅই) রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করেছেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের আগে, পরে ও নির্বাচনের সময় শান্তি চায়। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক চায় না। 

আওয়ামী লীগের এক দফা বাংলাদেশের সংবিধান। সংবিধানে যা লেখা আছে তাই নির্বাচনে প্রয়োগ করব। নির্বাচন কমিশন সেভাবে নির্বাচন করবে। বিএনপির পদযাত্রাকে পরাজয় যাত্রা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পতন যাত্রা শুরু হয়েছে। 

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকানরা কি দিয়েছে? বিএনপিকে দিয়েছে ঘোড়ার ডিম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তত্ত্বাবধায়ক হবে না, সংসদের বিলুপ্তি হবে না, শেখ পদত্যাগ করবার প্রশ্নই ওঠে না। 

দুনিয়ায় অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। বিএনপির কথায় শেখ হাসিনা পদত্যাগ করবে? বিষোদগার ও মিথ্যাচার যতই করেন লাভ হবে না। তত্বাবধায়ক কেউ চায় না। চায় শুধু বিএনপি। কারণ তারা মনে করছে ২০০১ ও ২০০৬ সালের মতো তাদের দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসবে। ওই তত্বাবধায়ক সরকার দিয়ে তারা জিতে যাবে। বিএনপির ওই আশায় গুড়েবালি। তারা যা চেয়েছে কোনদিন হবে না। 

তত্ত্বাবধায়ক মরে গেছে। তত্ত্বাবধায়ক আমরা বাতিল করিনি। বাতিল করেছে উচ্চ আদালত। তারা আইন আদালত মানে না। জনগণের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ওপর ভর করে লাভ নেই। বিএনপি ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। বিএনপি কি দিবে? একদিনে শত সেতু শেখ হাসিনা উদ্বোধন করেছেন। বিএনপির আছে কিছু দেখাবার? ফখরুল কি দেখিয়ে ভোট করবেন? 

সামনের কয়েক মাস উদ্বোধন আর উদ্বোধন। বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা নেই। গতবারের মতো এবারো হারবে। ওদের সব দল, জোট, আন্দোলন ভুয়া। এই ভুয়া আন্দোলনের পরাজয় অনিবার্য। তাদের বিজয় যাত্রা বিফলে যাবে। 

শান্তি ও উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চোধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com