ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

হিরো আলমকে হারাতে পারেনি সরকার- আজম খান

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ২২ জুলাই ২০২৩, শনিবার, ৯:১৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: হিরো আলমকে হারাতে পারেনি সরকার। হেরেছে গণতন্ত্র, হেরেছে দেশের জনগন মন্তব‌্য ক‌রে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লী‌গের প্রার্থী কোন লজ্জায় সংসদে বসবেন? বসতে পারেন কারণ এই সংসদ রাতের ভোটের নির্বাচনের সংসদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফরমের উদ্যোগে লক্ষ্মীপুরে কৃষকদল নেতা শহীদ সজিব হোসেন হত্যাকারীদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, বিএনপির পদযাত্রায় সরকারের নির্দেশে হামলা করা হয়েছে। লক্ষ্মীপুরে কৃষকদলের নেতাকে হত্যা করা হয়েছে অথচ বিএনপি'র ১৭ হাজার নেতা কর্মীর নামে মামলা করা হয়েছে কেন? এ স্বাধীন দেশে শকুনের মত হামলা কেন? বাংলাদেশের নির্বাচনের উপর সরকারের শকুনের চোখ পড়েছে। ২০১৪ ও ২০১৮ এর মত আবারো একটি নির্বাচন করতে চায় সরকার।‌ কিন্তু তা‌দের চক্রান্ত সফল হ‌বে না।

বাংলাদেশ ইয়ুধ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আর বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ( ভিপি হারুন), কৃষকদ‌লের  সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, কৃষকদলের যুগ্ম সম্পাদক সাহা আব্দুল  আল বাকি, যুব জাগপার সভাপ‌তি মীর আ‌মির হো‌সেন আমু, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জো‌টের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার প্রমখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com