ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ধামরাইয়ের জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩০ অক্টোবর ২০২২, রবিবার, ৪:৩৩ অপরাহ্ন

banglahour

ধামরাইয়ের জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ গ্রেফতার

ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর জুলেখা হত্যাকান্ডের প্রধান আসামী মিরাজ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার অভয়নগর থানাধীন ভাঙ্গাগেইট এলাকা থেকে ভোর চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আনুমানিক গত ৩/৪ মাস পূর্বে মিরাজের সহিত জুলেখা বেগমের বিবাহ হয়। বিবাহের পরে মিরাজ এবং জুলেখা ধামরাই থানাধীন এলাকায় বসবাস করে আসছিলো।

মিরাজ কালামপুর সাকিনস্থ থ্রী স্টার ইট ভাটায় এবং জুলেখা উক্ত এলাকায় একটি গার্মেন্টস এ চাকুরী করত। বিবাহের পর হতে মিরাজ জুলেখাকে অহেতুক বিনা কারণে সন্দেহ করে বিভিন্ন সময় ভিকটিমকে গালিগালাজ ও মারধর করত। এই ঘটনার বিষয়ে ভিকটিম অনেকবার তার মায়ের কাছে নালিশও করেছে। মায়ের কাছে নালিশ করায় মিরাজ জুলেখার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং তাদের দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়।

উক্ত কলহের সূত্র ধরে মিরাজ গত ২৬ অক্টোবর রাত ১২টার দিকে জুলেখাকে হত্যা করে এবং ঘরের বাহির হইতে দরজায় শিকল লাগাইয়া কৌশলে পালাইয়া যায়। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে ঘটনাটি জুলেখার পরিবারকে জানায়। পরবর্তীতে ধামরাই থানাধীন এলাকার জনৈক শামসুল হকের বাড়িতে কাথায় মোড়ানো অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ।

জুলেখার বড় ভাই মোঃ আল-আমিন আসামি মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে বিবাদী করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফলশ্রুতিতে র‌্যাব-৪ আসামীদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিরাজ ছদ্মবেশে যশোর জেলার অভয়নগর থানাধীন এলাকায় অবস্থান করছে যার প্রেক্ষিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মিরাজ (২২)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ভিকটিম জুলেখা’কে হত্যার কথা স্বীকার করেছে।  

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com