ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

বিএনপি আবার জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ২৮ জুলাই ২০২৩, শুক্রবার, ৫:৪৪ পূর্বাহ্ন

banglahour

ফাইল ফটো।


এ দেশের মানুষের ভোটের অধিকার হরণ করার মধ্য দিয়ে যাদের জন্ম, সেই বিএনপি আবার আবার জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন, সংগঠনটির সাংগঠনিক নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা গণভবনে দেখা করতে গেলে আওয়ামী লীগ সভানেত্রী এ ঘোষণা দেন।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ কে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো তুলে ধরেন সরকার প্রধান। বলেন, কিছু উন্নয়ন চোখে না দেখলেও জনগণ এই সরকারের পাশে রয়েছেন।

লুটপাট, অত্যাচার জঙ্গিবাদের কারণে দেশের মানুষ ২০০৮ সালের নির্বাচনে বিএনপি জোটকে প্রত্যাখ্যান করেছিলো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী। আবারও তারা ষড়যন্ত্র করছে বলেও দলিয় নেতা কর্মীদের হুশিয়ার করেন শেখ হাসিনা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com