ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

এতো উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে- ড. শাম্মী আহেমদ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ৩১ জুলাই ২০২৩, সোমবার, ৩:৩৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহেমদ বলেছেন, আর্ন্তজাতিক অঙ্গণে বিএনপি-জামাতের করা অপ প্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের ব্যাপক উন্নয়নের পরও দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে এমন লোকজনের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন,‘এতো উন্নয়নের পরও কিছু মানুষ বিদেশে ও দেশে বসে অপপ্রচার করছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে, অপপ্রচারের জবাব দিতে হবে।

ড. শাম্মী আহেমদ রোববার বিকেলে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক নতুন উপ কমিটির প্রথম সভায় সভাপতিত্বকালে দেয়া বক্তব্য একথা বলেন।

শাম্মী আহমেদ বলেন, যারা বাংলাদেশের সংবিধান, সংস্কৃতি ও মূল্যবোধে বিশ্বাস করে না, বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে অপপ্রচার চালায়, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের সক্রিয় হতে হবে। আর্ন্তজাতিক বিষয়ক নতুন উপ কমিটির সদস্যদের তিনি এসব বিষয়ে কাজ করার আহ্বান জানান।

কমিটির সদস্য তারিক হাসান সমির‘র সঞ্চালনায় সভায় অ্যাম্বাসিডর সৈয়দ শাহেদ রেজা, ড. এস এম জাহাঙ্গীর আলম, খান মইনুল ইসলাম মোস্তাক, শাহিদুল হাসান খোকন, শিখা বোস, ব্যারিস্টার ইমরুল হাই সজীব প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় শোকের মাসে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত গৃহতি হয়। এছাড়া উপ-কমিটির কার্যক্রম পরিচালনার স্বার্থে মিডিয়া, ইনফরমেশন অ্যান্ড রিসার্চ এবং অভ্যার্থনা বিশেষ কমিটি গঠন করা হয়।

সভা শেষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এর নেতৃত্বে উপ-কমিটির পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com