ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ভবিষ্যত প্রজন্মের উন্নত জীবন নিশ্চিত করতে শেখ হাসিনার ডেল্টা প্ল্যান

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ১ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: দেশের ভবিষ্যত প্রজন্মের উন্নত জীবন নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যান বা ব-দ্বীপ মহাপরিকল্পনা করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

মধুমতী নদীকে নিয়ে লেখা গান প্রকাশ উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলাবাসী।

দোলন উল্লেখ করেন, একটা সময়ে পরিকল্পনা আর উদ্যোগের অভাবে দেশের নদীগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। ভাঙনের ভয়ে নদী পাড়ের জীবন ছিল রীতিমতো দুঃস্বপ্নের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসেই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদ-নদীর গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ-পদক্ষেপ নেন। এর ফলে আজকে দেশের নদীকেন্দ্রীক অর্থনৈতিক সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনি চাষের জমিও বাড়ছে।’

ঢাকা টাইমস সম্পাদক দোলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙনের স্থায়ী প্রতিকারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সরকারের ১৪ বছরের ধারাবাহিক শাসনামলে সারাদেশে নদী-ভাঙন এক তৃতীয়াংশে নেমে এসেছে।’

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে শেখ হাসিনা সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন দোলন। বলেন, ‘ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন হলে দেশে আর কোনো নদী ভাঙনের দুঃস্বপ্নের গল্পও থাকবে না। ভবিষ্যত প্রজন্মের জীবন হবে আরও উন্নত।’

‘বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনাও শেখ হাসিনার আরেকটি যুগান্তকারী উদ্ভাবনা। এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আর সেজন্য আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে’—যোগ করেন দোলন।

প্রসঙ্গত, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা দিয়ে বয়ে গেছে মধুমতী নদী। মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে মধুমতীর জলধারা বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে গিয়ে শালদহ নদীতে পতিত হয়েছে

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com