ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

শুক্রবার গণমিছিল

সরকার বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে- ফখরুল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ৯ আগস্ট ২০২৩, বুধবার, ১:০১ অপরাহ্ন

banglahour

ঢাকা: অবৈধ ও অসাংবিধানিক ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধান কাটা-ছেঁড়া করেছে। দূর্নীতি ও লুন্ঠন করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আগামী ১১ আগস্ট শুক্রবার ঢাকা মহানগর এর উত্তর ও দক্ষিণে গণমিছিল হবে ঢাকা মহানগরে।

বুধবার (৯ আগষ্ট) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

একদলীয় শাসনব্যবস্থা কায়েমে স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে যা যা করা দরকার সবই করেছে তারা। একদম দফা দাবি দিয়েছে। এই আন্দোলন দমন করার কোন সুযোগ নাই। কারণ এটা জনগণের আন্দোলন। সফল হবেই। 

আওয়ামী লীগ এ অবস্থা কেন তৈরি করছে। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ভালো করতে পারবে না। এমন পরিস্থিতি তৈরি করছে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। 

আগামী ১১ আগস্ট শুক্রবার ঢাকা মহানগর এর উত্তর ও দক্ষিণে গণমিছিল হবে ঢাকা মহানগরে। কর্মসূচিতে সরকার বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাধা সৃষ্টি করলে যে পরিস্থিতি তৈরি হবে তার দ্বারা সরকারকে নিতে হবে। আওয়ামী লীগকে প্রতিহত করা এখন গণদাবিতে পরিণত হয়েছে

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com