ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ- জি এম কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৮ মাস আগে) ২০ আগস্ট ২০২৩, রবিবার, ১:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। এমন বাস্তবতায় মানুষের কথা বলার অধিকার, সমালোচনার অধিকার এবং গণমাধ্যমের অধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার নিশ্চিত হলেই সরকারকে নিয়ন্ত্রন করা সম্ভব। আওয়ামী লীগ জনগনের দল হলে তাদেরই এগিয়ে আসতে হবে। 

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে... এটাই স্বাভাবিক। জনগনের জন্য সত্যিকারের উন্নয়ন করলে আপনাদের ভয়ের কি আছে ? সবাই মিলে একটি নির্বাচনী পদ্ধতী তৈরী করা জরুরী, যারা মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যাতে মানুষের সকল অধিকার নিশ্চিত হয়। জাতীয় পার্টির ওপর অনেক বিপদ আসবে। রাজনীতিতে টিকতে হলে সবাইকে সজাগ থাকতে হবে।  সিংহের মত একদিন বেঁচে থাকা বিড়ালের মত হাজার বছর বেঁচে থাকার চেয়ে উত্তম।


আজ দুপুরে লক্ষীপুরের টাউনহল মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন। 


প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমাদের সংবিধান বারবার ভাঙাচোড়া করা হয়েছে। এখন সংবিধান অনুযায়ী শতভাগ ক্ষমতা সরকারের হাতে। এই সংবিধানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই সংবিধানে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হয়না তাই জনগণ মোটেও উপকৃত হয় না। জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানগুলো অকার্যকর করা হয়েছে। এখন একজনের হাতে সব ক্ষমতা কিন্তু জবাবদিহিতা নেই। জনগণের সমালোচনা, প্রতিবাদ ও বিক্ষোভ এর অধিকার থাকলে সরকার জানতে পারে, জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ থাকে। 

জনগন ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারলেও জবাবদিহিতা নিশ্চিত হয়। মানুষের ভোটাধিকার থাকলে একনায়কতন্ত্র ও স্বৈরতন্ত্র হতে পারতো না। বিভিন্ন আইন করে মানুষের কথা বলার অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত দিয়ে অনেকেই বিপদে পড়েছেন। আবার, সাধারণ মানুষের ধারনা ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে। ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা আছে। সাধারণ মানুষ মনে করে ভোট দিলেও সরকার পরিবর্তন করা সম্ভভ নয়। 

অনেকে বলেন আমরা ভোট দিতে পারি না, ভোট কেন্দ্র দখল করে রাখা হয়। ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত করা হচ্ছে। আওয়মী লীগ, তাদের সমর্থক ও সকারের কিছু লোক বাছাই করে সুবিধাভোগী একটি শ্রেনী তৈরী করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে, মুক্তিযোদ্ধা-অমুক্তিযোদ্ধা বিভাজন সৃষ্টি করে সুবিধাভোগি গোষ্ঠি দিয়ে মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করছে। 

ভোট কেন্দ্রে ও ফলাফল ঘোষনার জায়গায় দলীয় লোকজন বসিয়ে নির্বাচন ব্যবস্থা করায়ত্ব করেছে। জবাবদিহিতা না থাকায় সরকার জনগণের ভাষা বুঝতে পারে না, অজান্তেই অনেক কাজ করে ফেলে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশাল পুলিশ ও গোয়েন্দা বাহিনী দিয়ে মানুষের অধিকার ও জীবনের নিরাপত্তা বিঘিœত করেছে সরকার। ভোটের অধিকার না থাকলে দেশের প্রতি মানুষের মালিকানা থাকেনা। বাক স্বাধীনতা না থাকণে মানুষের রাজনৈতিক অধিকার থাকে না। 

তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নাকি বলেছেন আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পর আরেকটি যুদ্ধ। আগামী নির্বাচন নাকি হবে মুক্তিযুদ্ধ্রে পক্ষে ও বিপক্ষে। আসলেই আগামী নির্বাচন হবে মুক্তিযুদেø পক্ষে ও বিক্ষে। আমরা বিশ^স করি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। আওয়ামী লীগ বৈষম্য এবং দেশের মাঝে বিভাজন সৃষ্টি করেছে। এই বৈষম্য দূর করতে অনেক বছর লাগবে। কেউ পাঁচ হাজার টাকা আয় করতে পারছে না আর কেউ পাঁচশো কোটি টাকা আয় করছে। 
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৩ হাজার ৬ শো ৭৯টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে হিন্দু সম্প্রদায়ের ওপর। এরমধ্যে ১ হাজার ৫ শো ৫৯টি বাড়ি-ঘর লুট করা হয়েছে। ১ হাজার ৬ শো ৭৮টি মন্দির ও মুর্তি ভাংচুর করা হয়েছে। এতে হিন্দুদের মন্দির ও মুর্তি ভাংচুর করা হয়েছে। হামলায় অন্তত ১১জন মানুষ খুন হয়েছে। রিপোর্ট বলা হয়েছে এই হামলায় জড়িত সবাই আওয়ামী লীগের সাথে জড়িত। আওয়ামী লীগ সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়তে পারছেনা আওয়ামী লীগ। 
নেতা-কর্মীদের উদ্দেশ্যে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, শক্তিশালী দল হলেই হবে না, রাজনীতিতে সফল হতে হলে জনগণর পক্ষে রাজনীতি করতে হবে। এমন রাজনীতি দিতে হবে জনগণ যেনো স্বেচ্ছায় আমাদের রাজনীতিতে অংশ নেয়। জাতীয় পার্টির রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি আছে। দীর্ঘদিন আমাদের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র ্এখনো আছে।  কোন দলের বি-টিম হয়ে কিছু সংখ্যক লোক সুবিধা পেতে পারে। এতে জনগনের মধ্যে অবস্থান তৈরী হয় না। দেশের মানুষের মনের কথা বলে রাজনীতি করলেই, মানুষ তা গ্রহণ করবে। সুযোগ সন্ধানী রাজনীতি কখনোই জনগণের মধ্যে গ্রহণযোগ্য হয় না। কষ্ট ছাড়া কোশি ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ স্বীকারের জন্য জাতীয় পার্টি নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। 

সামনের দিকে আরো কঠিন দিন আসবে। জাতীয় পার্টিকে কয়েকবার ভাঙা হয়েছে, আবারো ষড়যন্ত্র হতে পারে। মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ঠিক থাকলে, উপরের নেতারা কে কী করলো তা দেশবাসী দেখবেনা। সঠিক রাজনীতি নিয়ে এগিয়ে যেতে পারলে আমরা সফল হবো। 

এসময় জাতীয় পাটি চেয়ারম্যান আরো বলেন, সরকার বলছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগ নেতৃবৃন্দ করেছে। তারা মনে দেশটি শুধু তাদেরই সম্পদ, তাই রক্ষণাবেক্ষনের দায়িত্বও তাদেরই। একই সাথে তারা মনে করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা তারা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগের সুবিধাভোগী এই শ্রেনী দেশের সকল মানুষকে অধিকার বঞ্চিত করেছে। তারা বলছে, আমরা দেশকে স্বাধীন করেছি আমরাই দেশ চালাবো, তোমরা থাকলে থাকো- না থাকলে যাও। আবার তারা মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা যুদ্ধ গুলিয়ে ফেলে। 

মুক্তিযুদ্ধ  আর স্বাধীনতা যুদ্ধ এক নয়। হঠাত করেই স্বাধূনতা যুদ্ধ শুরু হয়নি। যেমন এক দিনেই ইতিহাস তৈরী হয় না। ৭১ সালে বাঙালীরা বাধ্য হয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘকাল মুক্তি সংগ্রাম করেছি আমরা। এর ধারাবাহিকতায় আমরা ৬ দফা এবং শায়ত্বশাসন চেয়েছিলাম। কিছুই না পেয়ে বাঙালীরা বৈষম্য থেকে মুক্তি পেতে নিজেদের একটি দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। বৈষম্য থেকে মুক্তি পেতেই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো স্বাধীনতা যুদ্ধের আরো অনেক আগে থেকেই। বৈষম্য থেকে আসে বঞ্চনা, দরিদ্র, ন্যায় বিচারের অভাব, নির্যাতন ও নিপিড়ন। তাই একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধ বাধ্য হয়ে স্বাধীনতা যুদ্ধে রুপ নেয়। আমাদের স্বাধীনতার চেতনা হচ্ছে, নিজেদের একটি দেশ হবে। যে দেশের মালিক হবে দেশের সাধারণ জনগন। 

দেশ পরিচালনার জন্য জনগন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তারা জনগণের ইচ্ছেমত দেশ চালাবে। আর ব্যার্থ হলে, জনগন আবার ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি পরিবর্তন করতে পারবে। আর মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে বৈষম্য থেকে মুক্তি। ব্রিটিশ আমলে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তা শুধু আওয়ামী লীগ করেনি। আওয়মী লীগের অনেক অবদান আছে কিন্তু মুক্তিযুদ্ধে বিভিন্ন দল ও মতের মানুষ অংশ নিয়েছে। আবার স্বাধীনতা যুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছিলো। 

তখন জামায়াতে ইসলামী ও মুসলিম লীগ বাদে প্রায় সকল রাজনৈতিক দলই স্বাধীনতার পক্ষে ছিলো। সাধারন মানুষ দলমত নির্বিশেষে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলো। আবার, ১১টি সেক্টরে যারা নেতৃত্ব দিয়েছিলো কেউই আওয়মী লীগ করতো না। বীর শ্রেষ্ঠদের তালিকা দেখলে দেখা যাবে তারা কেউই আওয়ামী লীগ ছিলোনা। কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষ সাবাই জীবন বাজী রেখে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তাই কোন দল যদি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের এককদাবীদার হন, তা অবশ্যই ভূল।
 
সম্মেলনে উপস্থিত ছিলেন- চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব- ফখরুল আহসান শাহজাদা, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু,মোঃ গোলাম মোস্তফা, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার এলআহআন উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকার, কেন্দ্রীয় নেতা শেখ শিপন, জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক ড.এরফান বিন তোরাব আলীসহ সর্বস্থরএর নেতৃবৃন্দ।
                                                                                       
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com