ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

অনৈতিক কাজ, কাঠালিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শককে অব্যাহতি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১১:৪২ পূর্বাহ্ন

banglahour

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আলোচিত নিরাপদ খাদ্য পরিদর্শককে পরিদর্শকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ০২ নভেম্বর ২০২২ (বুধবার) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব জনাব আব্দুন নাসের খান এর স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই অব্যহতি প্রদান করা হয়।

অব্যাহতি প্রদানের এই অনুলিপি ঝালকাঠি জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন,  কাঠালিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। 

এর আগে গত ৩০ অক্টোবর ২০২২ রবিবার কাঠালিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব সুরাইয়া খাতুনের অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাঠালিয়া উপজেলার বিভিন্ন বাজারের খাদ্য ব্যবসায়ীগণ অনৈতিকভাবে নগদ টাকা ও খাদ্যপণ্য আদায়ের অভিযোগ আনেন এই নিরাপদ খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও টি ছড়িয়ে পড়লে তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নজরে আসে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৎক্ষনাৎ এই পরিদর্শককে কর্তৃপক্ষের ‘মনিটরিং জ্যাকেট’ জেলা নিরাপদ খাদ্য অফিসারের নিকট হস্তান্তরের নির্দেশ প্রদান করেন এবং তা বাস্তবায়ন করেন। কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি তিন (০৩) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর দাখিল করবেন।প্রতিবেদনের ফলাফলের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com