ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

সুপ্রিম কোর্টের আপীল‌ বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন ২৭ জন

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৯:৩৫ অপরাহ্ন

banglahour

সুপ্রিম কোর্টের ২৭ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদ্য সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন এনরোলমেন্ট কমিটি গত ০৯/০৯/২০২৩ ইং তারিখের এক সভায়  আপীল বিভাগের ২৭ জন আইনজীবীকে আপীল বিভাগের সিনিয়র এডভোকেট হিসেবে তালিকাভুক্তি করে। 
২৭ সিনিয়র অ্যাডভোকেটের তালিকায় রয়েছেন, 
৩০/১০/২০০১   ইং  তারিখে  আপীল বিভাগে  এনরোলমেন্ট পাওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী,  ২০/০৮/১৯৯৫  ইং তারিখে আপীল বিভাগে  এনরোলমেন্ট পাওয়া মো. দেলোয়ার হোসেন, ২৭/১১/১৯৯৭ সালে আপীল বিভাগে এনরোলমেন্ট পাওয়া আব্দুস সোবহান, ২৪/০৮/২০০৫ সালে  বিভাগে  এনরোলমেন্ট পাওয়া মো. আসাদুজ্জামান, ০৮/১১/২০০৬ সালে  বিভাগে  এনরোলমেন্ট পাওয়া একেএম ফজলুল হক খান ফরিদ, ১২/০৫/২০০৮ সালে  বিভাগে এনরোলমেন্ট পাওয়া মো. রুহুল কুদ্দুস ও মো. অজিউল্লাহ,  ১৫/০১/২০০৯ সালে  বিভাগে  এনরোলমেন্ট পাওয়া ড. নাইম আহমেদ ও  কামরুন্নেছা রত্না, ১৩/১২/২০০৯  সালে  আপীল বিভাগে  এনরোলমেন্ট পাওয়া এম কামরুল হক সিদ্দিকী ও পঙ্কজ কুমার কুন্ডু, ২৪/০৮/২০১০ সালে  আপীল বিভাগে  এনরোলমেন্ট পাওয়া মো. রমজান আলী শিকদার ও আবুল খায়ের, ১২/০৫/২০১১ সালে  আপীল বিভাগে এনরোলমেন্ট পাওয়া শাহ মঞ্জুরুল হক, এবিএম সিদ্দিকুর রহমান খান, ০২/১২/২০১৩ সালে  আপীল বিভাগে এনরোলমেন্ট পাওয়া এম এ আজিম খাইর, ২৩/১০/২০১৪ সালে  আপীল বিভাগে  এনরোলমেন্ট পাওয়া  ফাওজিয়া করিম ফিরোজ, মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী,   ২০/১২/২০১৫ সালে  আপীল বিভাগে  এনরোলমেন্ট পাওয়া গোলাম আব্বাস চৌধুরী, সৈয়দ মিজানুর রহমান, জহিরুল ইসলাম খান (জেড আই খান পান্না), রবিউল আলম বুদু, ২৯/০৩/২০১৮ সালে  আপীল বিভাগে এনরোলমেন্ট পাওয়া মো. আব্দুল নূর, ফরহাদ আহমেদ, আব্দুল মাবুদ মাসুদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান ও আবু সায়েদ (সাগর)। 
এতে ২০০০ সালে আপীল বিভাগে এনরোলমেন্ট পাওয়া আবসরপ্রাপ্ত বিচারপতি মো.  শহিদুল ইসলামসহ ১২০ জনকে stand over রাখা হয়েছে। ২৫ শে সেপ্টেম্বর আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান সাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়। 
এছাড়া ২৫৯ জনকে আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com