
ঢাকা: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।
রবিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা গণমাধ্যমকে এসব কথা জানান।