ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

ট্রেনে আগুন

নিহতদের একজন নেত্রকোনার বিএনপি নেতা

রাজনীতি | ডেস্ক নিউজ

(৪ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৩:২৬ অপরাহ্ন

banglahour


রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নিহত চারজনের মধ্যে একজন নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ঢালী।  

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বলেন, আব্দুর রশিদ ঢালী বিএনপির নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি।

এর আগে তিনি জেলা যুবদলের নেতা ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।  

বিএনপি ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার আগুনে মারা গেছেন বিএনপির এ নেতা। এ ঘটনায় ঢালীসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢালী এবং নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন রহমান পিয়াসের (৩) নাম পরিচয় পাওয়া গেছে। এ তিনজনের বাড়ি নেত্রকোনায়। এর মধ্যে পপিদের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামে। পপির স্বামী মিজানুর রহমান মিজান কারওয়ান বাজারে হার্ডওয়ার দোকানে কাজ করেন। তিনি তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

জানা গেছে, ৬৫ বছর বয়সী আব্দুর রশিদ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা। শহরের বড়বাজার এলাকায় তিনি কাপড়ের ব্যবসা করতেন। সোমবার রাতে নেত্রকোনা স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও এলাকায় এ নাশকতার শিকার হন তিনি।  

আব্দুর রশিদ ঢালীর মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী শোক জানিয়েছেন।  

শোকবার্তায় তারা নিহত আব্দুর রশিদ ঢালীর রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com