ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ কর্মী নূর হোসেন নিহত হয়

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:১৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পল্টনের জিরো পয়েন্টে, স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক। শ্লোগান লেখা বুকে নিয়ে আওয়ামী লীগ কর্মী নূর হোসেন  শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে মিছিলের অগ্রভাগে পুলিশের গুলিতে নিহত হন।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর ২২) ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সকালে পল্টন জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন।

নের্তৃবৃন্দ আরো বলেন, তখন বিক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের গণতন্ত্রকামী আপামার জনতা। এক পর্যায়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন গন অভ্যূত্থানে রুপ নেয়। গণতান্ত্রিক এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন স্বৈরাচার এরশাদ সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই দিনটিকে শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালন করে আসছে। সেই থেকে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সংগঠন ১০ নভেম্বরকে শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালন করে।
শ্রদ্ধা নিবেদনে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com