ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

১৯ বছর পর আলোর মুখ দেখলো আইয়ুব বাচ্চুর স্বাধীনতা গানটি!

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৯:২৬ অপরাহ্ন

banglahour

আইয়ুব বাচ্চুকে বাংলাদেশের ‘ভ্যান হ্যালেন’ বলে ডাকেন রফিকুল আলম। আজ মঙ্গলবার গানটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি, ‘আইয়ুব বাচ্চু কখনোই গ্রামার মেনে কিছু করত না। সে তার মতো করেই নতুন কিছু সৃষ্টি করতে আনন্দ পেত। তার সেই সৃষ্টি শ্রোতাদের মাঝে আনন্দ ছড়াত। আমাদের সম্পর্কটা ছিল বেশ চমৎকার। ২০০৫ সালে আমরা অন্য একটি গানের কাজ করছিলাম, এর মধ্যেই বারবার একসঙ্গে একটা গান করার কথা ঘুরেফিরে আসছিল। অনেক আলোচনার পর হঠাৎ বাচ্চু একদিন গানটা গেয়ে শুনিয়ে বলল, “ভাই এই গানটা আপনি করেন।” কিন্তু দুঃখজনক, গানটা ওই সময়ে করা হয়ে ওঠেনি। তা ছাড়া বাচ্চুর হঠাৎ চলে যাওয়াটাও অনেক কষ্টের ছিল। এরপর নানা সময়ে গানটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। তারপরও হয়ে ওঠেনি। এবার সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক গানটি প্রকাশ করব। অবশেষে গানটি করে ফেললাম।’

রফিকুল আলমের পুত্র ফারশিদ আলম এবারই প্রথম বাবার গাওয়া কোনো গানের সংগীতায়োজন করলেন। তাঁর ভাষ্য, ‘আইয়ুব বাচ্চুর কম্পোজিশনে ওয়েস্টার্ন ও ইস্টার্ন বিষয় সব সময় সমান সমান থাকে। কিন্তু মনে হয়, এই গানের ক্ষেত্রে তিনি তা করেননি। যেহেতু বাবা গানটি গাইছেন, ওয়েস্টার্ন দিকটা তাঁকে কম ভাবতে হয়েছে। এ কারণে আমার জন্যও কাজটা সহজ হয়নি। আশা করি, গানটির প্রতি সুবিচার করতে পেরেছি। খুব ভালো লাগত যদি একবার শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু এই সংগীতায়োজনের গানটি শুনতে পেতেন।’

উল্লেখ্য ১৯ বছর আগে ব্যান্ড কিংবদন্তি ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর কথা-সুরে তৈরি হয়েছিল ‘স্বাধীনতা’ শিরোনামের গান। গানটিতে কণ্ঠ দেন সংগীতশিল্পী রফিকুল আলম। এর মধ্যে ২০১৮ সালের অক্টোবরে আইয়ুব বাচ্চু মারা গেলে গানটি আলোর মুখ দেখেনি। অবশেষে আজ ২৬ মার্চ সকালে গানটি প্রকাশিত হয়েছে। তৈরির এত বছর পর প্রকাশিত হওয়া গানটির নতুন সংগীতায়োজন করেছেন রফিকুল আলমের পুত্র ফারশিদ আলম।


 

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com