ঢাকা, ১৪ মে ২০২৪, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

যশোরে বিজিবি’র অভিযানে আট কোটি টাকার স্বর্ণের বার জব্দ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২০ নভেম্বর ২০২২, রবিবার, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ অপরাহ্ন

banglahour

যশোর: বিজিবি'র অভিযানে যশোরের চৌগাছার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের মরিচের ক্ষেতে মাটির নিচে লুকায়িত অবস্থায় ৯.২৮০ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৯.২৮০ কেজি এবং  স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৮,৩৫,২০,০০০/- (আট কোটি পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা।

শনিবার ১৯ নভেম্বর ২০২২ তারিখ সন্ধ্যায়  বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি নিয়মিত টহলদল যশোর জেলার চৌগাছা উপজেলার কাশিপুর-শাহজাদপুর সীমান্তে একটি অভিযান পরিচালনা করে। 

উক্ত অভিযানে সীমান্তের মৎসমপুর মাঠের মধ্যে দুইজন বাংলাদেশী কৃষককে কৃষি ক্ষেত ত্যাগ না করে সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘোরি করতে দেখে বিজিবি টহলদল তাদেরকে সন্দেহ করলে তারা অতিদ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পাশাপাশি ভারতের সীমান্ত অঞ্চলে শূন্যলাইন বরাবর আরও দুইজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি টহলদল নিশ্চিত হয় তারা কোন অবৈধ চোরাচালান কাজের জন্য নিয়োজিত রয়েছে। 
এমতাবস্থায় ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সীমান্ত অঞ্চলে চিরুনী অভিযান চালানো হলে একটি মরিচ ক্ষেতের মধ্যে মাটির নিচে লুকায়িত অবস্থায় দুটি কাপড়ের বেল্টের মধ্যে আঠালো টেপ দিয়ে মোড়ানো চারটি বড় স্বর্ণের বান্ডেল পাওয়া যায় যা থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

জব্দকৃত স্বর্ণ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে সরকারী ট্রেজারীতে জমা করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com