ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

টাকার জন্য নানাকে খুন করে নাতি-নাতনি, গ্রেফতার ৫

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

ঢাকা:  চকবাজার মসজিদ কমিটির সভাপতি হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে লালবাগ পুলিশ। মঙ্গলবার ২২ নভেম্বর রাজধানীর চকবাজার থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- মোঃ শাহাদাত মুবিন আলভী (২০), আনিকা তাবাস্সুম (২৩), রাজু (২২), রায়হান (২০) সাঈদ (২০)।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, টাকা পয়সা লুট করতেই নানাকে হত্যার পরিকল্পনা করে নাতি আলভী এবং নাতনি আনিকা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৭ নভেম্বর রাত ১০টার দিকে নিহতের শ্যালিকার মেয়ের বিয়ে উপলক্ষে তার স্ত্রী, মেজো ছেলে জুয়েল, তার স্ত্রী নিপা ও তাদের দুই ছেলে মনসুরকে বাসায় রেখে চিন কমিউনিটি সেন্টারে যান। পরের দিন রাত সাড়ে ১০টার দিকে সবাই দাওয়াত শেষে বাসায় এসে দেখেন মনসুর পিছনে বাধা অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন। ছেলে জুয়েল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনার সাথে প্রতক্ষ্যভাবে জড়িত মূল পরিকল্পনাকারী মো: শাহাদাত মুবিন আলভী ও তার বোন আনিকা তাবাসসুমকে মঙ্গলবার চকবাজার থানা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। 

হত্যাকান্ডের ঘটনার এক মাস পূর্বে আলভি এবং আনিকা পরীক্ষা শেষে ঘুরতে যাবার প্লান করে। এ জন্য তাদের টাকার প্রয়োজন হয়। পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন বিয়ের অনুষ্ঠান থাকায় তারা ঐ দিনটিকে বেছে নেয়। এছাড়া উক্ত হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত আনিকা তাবাসসুম এর বয়ফ্রেন্ড রাজুর সহায়তায় ১ টি নকল চাবি বানায় এবং ভিকটিমকে অচেতন করে টাকা পয়সা লুণ্ঠন করার জন্য সিরিঞ্জ ও অচেতন করার ঔষধ সংগ্রহ করে। গ্রেফতারকৃত রাজুর ছোট ভাই রায়হান ও সাঈদ মিলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টাকা পয়সা লুণ্ঠন ও হত্যাকান্ডে সহযোগিতা করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টাকা পয়সা লুণ্ঠন ও হত্যাকান্ডে ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর ঢাকার চকবাজারের খাজা দেওয়ান লেনের একটি বাসায় ঢুকে হাজী মনসুর আহমেদ (৭৬) নামের এক ব্যক্তিকে খুন করা হয়।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com