
বাংলাদেশের জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করছে জাপান। এক্ষেত্রে জাপান কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি সংশোধন করছে। সেটি করা হচ্ছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে টার্গেট করে বাংলাদেশের চাহিদা ও জাপানের পলিসি অনুযায়ী।
বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির। রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।